Services

চর্ম/ত্বকের সব ধরনের রোগ
যেকোনো চর্ম রোগ যেমন ফাঙ্গাল ইনফেকশন, একজিমা, সোরিয়াসিস বা ভাইরাসজনিত চর্মরোগের সঠিক চিকিৎসা করা হয়। রোগের প্রকৃতি নির্ণয় করে প্রয়োজনীয় মেডিসিন, থেরাপি এবং অন্যান্য আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রদান করা হয়।

অ্যালার্জি, ঔষধের প্রতিক্রিয়া
ত্বকের অ্যালার্জি এবং ঔষধজনিত প্রতিক্রিয়ার ফলে হওয়া চুলকানি, লালচে র্যাশ বা ত্বকের অন্যান্য সমস্যার চিকিৎসা করা হয়। অ্যালার্জি টেস্ট করে সঠিক প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করা হয়।

শিশু, মহিলা এবং গর্ভবতীর সব ধরনের চর্মরোগ ও অ্যালার্জি
শিশুদের সংবেদনশীল ত্বক, নারীদের হরমোনজনিত চর্মরোগ এবং গর্ভবতী নারীদের ত্বকের সমস্যার জন্য আলাদা ও নিরাপদ চিকিৎসা প্রদান করা হয়। গর্ভাবস্থায় ব্যবহৃত ওষুধ বা থেরাপি মা ও শিশুর জন্য ঝুঁকিমুক্ত।

চুলপড়া, ত্বকে বলিরেখা, বয়সের ছাপ
চুল পড়া বন্ধ করার জন্য বিশেষ থেরাপি, হেয়ার রিজেনারেশন টেকনিক এবং ঔষধ দেওয়া হয়। ত্বকে বয়সের ছাপ, বলিরেখা বা রোদে পোড়ার দাগ দূর করতে স্কিন রিজুভেনেশন এবং লেজার থেরাপি ব্যবহার করা হয়।

ব্রণ, মেছতা, শরীরে অবাঞ্ছিত দাগ, ব্রণের গর্ত
ব্রণ থেকে সৃষ্ট দাগ বা গর্ত দূর করার জন্য বিশেষায়িত লেজার থেরাপি, ক্রিম এবং মাইক্রো ডার্ম অ্যাব্রেশন পদ্ধতি ব্যবহার করা হয়। মেছতা এবং ত্বকের অন্যান্য স্থায়ী দাগের জন্য লং-টার্ম স্কিন ট্রিটমেন্ট দেওয়া হয়।

অবাঞ্ছিত লোম, শ্বেতী
অবাঞ্ছিত লোমের সমস্যার জন্য লেজার রিমুভাল টেকনিক ব্যবহার করা হয় যা স্থায়ী সমাধান দেয়। শ্বেতী রোগের ক্ষেত্রে ত্বকের রং ফিরিয়ে আনতে প্রয়োজনীয় চিকিৎসা এবং পিগমেন্ট থেরাপি প্রদান করা হয়।

ভিল, আঁচিল, ত্বকের টিউমার
ত্বকে ভিল বা আঁচিল হলে তা ইলেকট্রোকটারি বা ক্রায়ো সার্জারি ব্যবহার করে সরানো হয়। এছাড়া, ত্বকের ছোট টিউমার নির্ণয় করে প্রয়োজনে অস্ত্রোপচার করা হয়।

কুষ্ঠ, আর্সেনিক
কুষ্ঠ রোগ এবং আর্সেনিকজনিত ত্বকের রোগ যেমন দাগ, ক্ষত বা সংক্রমণের জন্য সঠিক মেডিসিন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হয়। রোগের পর্যায় বুঝে বিশেষায়িত চিকিৎসা করা হয়।

নখের সমস্যা
নখের ফাঙ্গাল ইনফেকশন, প্যারোনাইকিয়া, ইনগ্রোন নখ বা নখের ভঙ্গুর অবস্থা নিরাময়ে আধুনিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনে নখের গঠন পুনরুদ্ধার করার জন্য বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয়।

ত্বকে টিউমার, সিস্ট (Cyst), কেলোয়েড (Keloid)
ত্বকের টিউমার বা সিস্ট এবং কেলোয়েডের জন্য ইলেকট্রোসার্জারি, লেজার বা প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়। ফোলা দাগ বা কঠিন টিউমারের জন্য দ্রুত এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা হয়।

ভাইরাসজনিত গোটা (Molluscum Contagiosum) (Viral warts)
মলাসকাম কন্টাজিওসামের মতো ভাইরাসজনিত রোগের চিকিৎসায় ইলেকট্রোকটারি বা ওষুধের মাধ্যমে দ্রুত নিরাময় করা হয়। রোগ ছড়ানো বন্ধ করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

জন্ম দাগ (NEVUS)
জন্ম দাগ বা রঙের অস্বাভাবিকতা কমানোর জন্য লেজার এবং স্কিন রিজুভেনেশন পদ্ধতি ব্যবহার করা হয়। চিকিৎসাটি ত্বকের গঠন অনুযায়ী পরিকল্পনা করা হয়।

ট্যাটু দাগ (Tattoo marks)
ট্যাটু মুছার জন্য বিশেষ লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি নিরাপদ পদ্ধতিতে দাগ সরানোর পাশাপাশি ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনে।

আর্সেনিকজনিত ক্যান্সার
আর্সেনিকের কারণে সৃষ্ট ত্বকের ক্যান্সার সঠিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় থেরাপি বা অস্ত্রোপচার করা হয়।

অতিরিক্ত হাত-পা ঘামা
হাত-পায়ের অতিরিক্ত ঘাম বন্ধ করতে বিশেষ ওষুধ বা ইলেকট্রোকটারি পদ্ধতি ব্যবহার করা হয়। এটি ঘামের গ্রন্থি বন্ধ করে দেয়।

মাতৃত্বজনিত দাগ
গর্ভকালীন সময়ে ত্বকে হওয়া ফাটা দাগ বা প্রসব-পরবর্তী ত্বকের সমস্যার জন্য উন্নত থেরাপি এবং স্কিন ক্রিম দেওয়া হয়।

কর্ন, ক্যালাস (Corn, Callous)
পায়ের কর্ন বা ক্যালাস চিকিৎসার জন্য বিশেষ থেরাপি এবং প্রয়োজনে অপারেশন করা হয়। পায়ের আরামদায়ক জুতা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

সব ধরনের যৌন রোগের চিকিৎসা ও পরামর্শ
যৌন রোগ যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদি রোগের সঠিক পরীক্ষা এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। রোগীকে গোপনীয়তার সঙ্গে সঠিক পরামর্শও দেওয়া হয়।