Some useful tips
ত্বকে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
গোসলের সময় শক্ত কিছু দিয়ে ত্বক ঘষবেন না।
রোদে বের হবার আগে এবং চুলার কাছে যাওয়ার আগে মুখে, গলায়, হাতে সান ব্লক ক্রিম ব্যবহার করুন।
সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোদ যতদূর সম্ভব এড়িয়ে চলুন এবং সম্ভব হলে ছাতা ব্যবহার করুন।
ত্বকে রোগ হওয়া মাত্রই অযথা খাবার বাছবেন না এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ফুটপাতের চমকদার কথায় প্রতারিত হবেন না।
চর্ম ও যৌন রোগ বিষয়ে যেকোন সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।